রবিবার, জুলাই ৬

রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

|| নরসিংদী জেলা প্রতিনিধি ||

নরসিংদী রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন আলগী বাজার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান শিক্ষক জিল্লুর রহমান।

জিল্লুর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড-আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুল পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এই বিদ্যালয়ের প্রতি সার্বিক উন্নয়নে সমর্থন এবং সহযোগিতার আহ্বান জানান প্রধান শিক্ষক জিল্লুর রহমান।

অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পরীক্ষার ফলাফল প্রকাশ। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

সিনিয়র শিক্ষক মোহাম্মদ হানিফ মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *