রবিবার, জুলাই ২৭

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮২ শতাংশ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দেশের ৫টি বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮২ দশমিক ৮২ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

‘বি’ ইউনিটের পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ছোটখাটো কিছু ঘটনা ছাড়া আজকের ভর্তি পরীক্ষা ঠিকমত শেষ হয়েছে। আজকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের পরীক্ষা দুটো আরো ভালো হবে।

তিনি আরও বলেন, প্রতিবছরের তুলনায় এবারের ভর্তি পরীক্ষায় ভিন্ন চিত্র দেখা গিয়েছে। ভলান্টিয়াররা যে আন্তরিক সেবা দিয়েছে তা দেখে আমি মুগ্ধ। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো অত্যন্ত ইতিবাচক ভুমিকা রেখেছে। কোন শ্লোগান নেই, নেই কোন হট্টগোল, নেই কোন আধিপত্য বিস্তারের চেষ্টা। সকল সংগঠন সাধ্যমত ছাত্রছাত্রী এবং তাদের অবিভাবকদের সাহায্য করার চেষ্টা করেছে। আমি এটাই দেখতে চাই। সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সারাদেশের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৪২ হাজার ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নিয়েছেন। চলতি শিক্ষাবর্ষে বি ইউনিটে আসন রয়েছে ৫৫৯। এ হিসাবে বি ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *