শনিবার, মার্চ ১৫

রাবিতে জাতীয় ফিজিক্স কনফারেন্সে প্রধান অতিথি ইউআইটিএস উপাচার্য

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত “National Conference on Physics-2025”-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। কনফারেন্সের থিম ছিল “Physics: Enigma and Beauty”। গত ৬ ও ৭ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী কনফারেন্সটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়।

কনফারেন্সেটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ শৌকত আকবর।

সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ভূঁইয়া বলেন, এরকম কনফারেন্সের মাধ্যমে পদার্থবিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং গবেষণালব্ধ জ্ঞানের মিথস্ক্রিয়া বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও সমৃদ্ধ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, এরকম কনফারেন্স আয়োজনের মাধ্যমে গবেষণার উৎকর্ষতা বৃদ্ধির মাধ্যমে লব্ধ জ্ঞান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সুনাম বৃদ্ধি করবে এবং এই লব্ধ ফলাফল মানবতার কল্যাণে ব্যবহৃত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহ-সভাপতি অধ্যাপক ড. ইশতিয়াক এম সাইদ। কনফারেন্সের আরও একটি বৈজ্ঞানিক সেশনে (III-B. “Magnetic Materials”)-এর সেশন চেয়ার হিসেবে উপাচার্য অধ্যাপক আবু হাসান ভূঁইয়া দায়িত্ব পালন করেন।

দুই দিনব্যাপী কনফারেন্সে বিভিন্ন প্ল্যানারি লেকচার, ইনভাইটেড লেকচার, কনট্রিভিউটরি পেপার ও পোস্টার-সহ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়। এসময় নির্বাচিত কৃতি প্রবন্ধ উপস্থাপকদেরকে সনদ প্রদান করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থী-সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও শিক্ষক-শিক্ষার্থী এই কনফারেন্সে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *