রবিবার, জুলাই ২৭

রাবিতে জমকালো আয়োজনে বর্ষবরণ উদযাপন

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||

বাংলার নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টাই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণের উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এরপর থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। পরে শান্তির বার্তা নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এবারের আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল জুলাই অভ্যুত্থানকে ধারণ করে ২৪ ইঞ্চি কলম, আন্দোলনে শহীদ মুগদ্ধের পানি বিতরণের দৃশ্যকে স্মরণ করে বোতলের ভাস্কর্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ করা প্রতীকী বিমান, যেটার গায়ে লেখা ‘ঢাকা টু দিল্লি’, হাত পাখা, ঢেঁ বাঙালি জেলেদের মাছ ধরার পলি, পালকি এবং গরুর গাড়িতে বরযাত্রা। যার প্রত্যেকটি বিশেষ অর্থে তাৎপর্যপূর্ণ। এছাড়াও এবারের আনন্দ শোভাযাত্রায় ফিলিস্তিনের ওপন ইসরায়েলের বর্রবতার চিত্র হিসেবে যুদ্ধ বিমানের ভাস্কর্য প্রদর্শিত হয়েছে। গাজার গণহত্যাকে ফুটিয়ে তুলতে চারুকলা চত্বরে কাফনে মোড়ানো প্রতীকী লাশের প্রদশর্নী করা হয়েছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ফরিদ উদ্দিন খান ও অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট সকাল থেকে আনন্দ শোভাযাত্রা, নাচ-গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ক্যাম্পাসে একটা সজীবতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বিভাগ যার যার মতো করে বাংলা নতুন বছরকে বরণ করে নিচ্ছে, এটি অত্যন্ত আনন্দদায়ক। নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা সবাই নিজ জায়গা থেকে দিনটিকে সুন্দর করে তুলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *