
|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারে ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কেবল পড়ালেখার স্থান নয়, বরং এটি একজন শিক্ষার্থীর আত্ম-উন্নয়ন, বুদ্ধিবৃত্তিক চেতনা, সাংস্কৃতিক বিকাশ এবং খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষার অন্যতম ক্ষেত্র। দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম। কিন্তু স্টেডিয়াম ব্যবহারে শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই মাঠে পানি জমে কাদা হয়, পিচ কর্দমাক্ত হয়ে খেলার অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে, কোন বড় ধরণের কনসার্ট ও অনুষ্ঠান পরবর্তী সময়ে মাঠের বেহাল দশা লক্ষ্য করা যায়। আমরা মাঠের পূর্ণাঙ্গ সংস্কার এবং এখানে কোনো অনুষ্ঠান না করার জন্য অনুরোধ জানাই।
এ বিষয়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় বলেন, দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম। এই স্টেডিয়াম ব্যবহারে শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষার্থীদের খেলার মাঠে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলে মাঠ খেলার অনুপযোগী হয়ে গেছে। তাই স্টেডিয়ামের বেহাল দশার কথা চিন্তা করে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কয়েকজন খেলোয়াড় নিয়ে আমি ১০ টি দাবি নিয়ে উপাচার্য, উপ উপাচার্য এবং শরীর চর্চা বিভাগের পরিচালকের বরাবর স্মারকলিপি প্রদান করি।
তিনি আরও বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে উপাচার্য স্যার তাৎক্ষণিকভাবে কালকের মধ্যেই স্টেডিয়ামে ফার্স্ট এইড কিটের ব্যবস্থা কর দিতে রেজিস্ট্রার স্যারকে নির্দেশনা দিয়েছেন। এছাড়াও অতি দ্রুততম সময়ের মধ্যে স্টেডিয়ামের ড্রেসিং রুম, মানসম্মত ওয়াসরুমে ব্যবস্থাও করে দেওয়ার কথা তিনি জানান। বাকি বিষয়গুলো আলোচনা সাপেক্ষে উনি ব্যবস্থা নিবেন বলে আমাদের আশ্বস্ত করেন।