মঙ্গলবার, ডিসেম্বর ২৩

রাজশাহীর পবায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও স্বাগত মিছিল

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

রাজশাহীর পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন। নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি যোগ করবে। তিনি বলেন, দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করলেও তারেক রহমান সবসময় দেশের মানুষের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নানা ষড়যন্ত্র ও রাজনৈতিক বাধা দিয়েও তাকে দেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা যায়নি।

তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের দেশে ফেরা সেই আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে রায়হানুল আলম রায়হান বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। দীর্ঘ সময় ধরে তাকে রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলেও জনগণের সমর্থন থেকে তাকে দূরে রাখা সম্ভব হয়নি। তিনি সকল অনিয়ম ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও সাহাদাত হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে স্বাগত মিছিলে বক্তব্য দেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন। বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *