|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||
তুয়ুরুল জান্নাহ ইনস্টিটিউটের উদ্যোগে ছোটদের জন্য আয়োজিত সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু-কিশোরদের মধ্যে নবীজির জীবনী ও আদর্শ প্রচার করতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন তুয়ুরুল জান্নাহ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম সালেহীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির Adjunct Faculty ড. আবু তালেব মুনাওয়ার। তিনি বলেন, “শিশুদের মাঝে ইসলামের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যত প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে তানজিমুল উম্মাহ মাদ্রাসা মিরপুরের প্রিন্সিপাল আলাউদ্দিন আজাদ ও তুয়ুরুল জান্নাহ ইনস্টিটিউটের সদস্য হাবিবুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন বিশ্বজয়ী ক্বারী হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ। এছাড়া, ইসলামী সংগীত পরিবেশন করেন জাতীয় শিল্পী মিরাদুল মুনীম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় অনলাইন নিউজ পোর্টাল- আলোকিত দৈনিক-এর সম্পাদক মোঃ ওমর ফারুক। তিনি জানান, “এই আয়োজনের মাধ্যমে শিশুদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং তাদের অনুপ্রাণিত করাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। তুয়ুরুল জান্নাহ ইনস্টিটিউটের এই উদ্যোগ শিশুদের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ী ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।