শুক্রবার, নভেম্বর ২১

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ সারাদেশ

|| নিজস্ব প্রতিবেদক ||

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকাসহ সারাদেশ। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

আবহাওয়া অধিদফতরের বিবৃতি অনুযায়ী জানা যায়, ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.৭। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মনিপুরিপাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেশকিছু কিছু ভবন হেলে পড়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেছে এমন খবর পাওয়া যায়নি। শুধু পুরান ঢাকার একটি ভবনের রেলিং ধসে পড়েছে বলে এ পর্যন্ত জানা গেছে তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত জানা যায়নি।

টেলিফোনে বিভিন্ন জায়গায় কথা বলে জানা গেছে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সকলের মাঝে ব‍্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *