
|| স্পোর্টস ডেস্ক ||
বিপিএল ২০২৫-২৬ আসরে আজ সোমবার (২৯ ডিসেম্বর) সিলেটের মাঠে রংপুরের বোলারদের তোপে বিধ্বস্ত হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টস হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের ব্যাটাররা রংপুরের পেস আক্রমণের সামনে দাঁড়াতে না পারায় ১০২ রানেই আটকে গেছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরু থেকেই রংপুরের বোলাররা নিয়ন্ত্রিত লাইন ও লেন্থে বল করে চট্টগ্রামের ব্যাটারদের চেপে ধরেন। চট্টগ্রামের হয়ে মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ১৮ রান এবং মোহাম্মদ নাইম ১৫ রান করলেও অন্য কেউ দায়িত্বশীল ইনিংস খেলতে পারেননি। ফলে ১৭.৫ ওভারে মাত্র ১০২ রানেই অল-আউট হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস।
রংপুর রাইডার্সের পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তরুণ গতির তারকা নাহিদ রানা। তাদের গতির মুখে চট্টগ্রামের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছেন। শেষ দিকে শরিফুল ইসলামের অপরাজিত ১০ রান চট্টগ্রামকে কোনোমতে ১০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে। এই স্বল্প পুঁজি নিয়ে লড়াই করতে হলে চট্টগ্রামের বোলারদের শুরুতেই বড় কোনো চমক দেখাতে হবে।
জবাবে ১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছে রংপুর রাইডার্স। ক্রিজে আছেন লিটন দাস ও অভিজ্ঞ ডেভিড মালান। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কোনো উইকেট না হারিয়েই ৬ ওভার শেষে ৪০ রান সংগ্রহ করেছে রংপুর। জয়ের জন্য তাদের এখনও ৬৩ রান প্রয়োজন।
সিলেটের ব্যাটিংবান্ধব উইকেটে এই লক্ষ্যমাত্রা রংপুরের তারকাখচিত ব্যাটিং লাইনের জন্য অত্যন্ত সহজ হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
