
|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||
যশোর সদর উপজেলার রূপদিয়া গরুর হাটে কোরবানির গরু কিনতে আসা এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রেললাইনের পাশের এলাকায় ঘটে এই ছিনতাইয়ের ঘটনা। আহত ব্যক্তির নাম তাহেরুল ইসলাম (৪৫)। তিনি রূপদিয়া বাজার এলাকার বাসিন্দা এবং মৃত ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে গরু কেনার জন্য টাকা নিয়ে রূপদিয়া হাটে যাচ্ছিলেন তাহেরুল। পথে রেললাইনের পাশে ওঁৎ পেতে থাকা আলম (৫৫) ও তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তাহেরুলের পথরোধ করে। পূর্ববিরোধের জেরে তারা তাহেরুলের মাথায় পাথর দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং তার পকেটে থাকা গরু কেনার ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।