রবিবার, আগস্ট ২৪

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ২ যাত্রী নিহত ও গুরুতর আহত ২

|| ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||

যশোর-বেনাপোল মহাসড়কে মারাত্মক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের ড্রাইভারসহ দুই যাত্রী নিহত হয়েছেন।এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ জুন) আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাওয়ার সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৫-৮১৫৮) যশোর-বেনাপোল মহাসড়কের যশোর কোতোয়ালি থানাধীন নতুনহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে একটি রেন্ট্রি গাছের সাথে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ড্রাইভার জুই (৩০) ও সঙ্গীয় যাত্রী মিলন (৪০) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

নিহত জুই যশোরের কোতোয়ালি থানার উপশহর সারথি মিল এলাকার লিটনের স্ত্রী এবং নিহত মিলন একই থানার খড়কি স্টেডিয়াম পাড়ার আব্দুল হকের পুত্র।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর যাত্রী মামুন (৩২), পিতা ফরিদ হোসেন, গ্রাম কাটাখালি, বেতাগা, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট এবং মাসুদ (৪৫), পিতা মৃত নুর ইসলাম, গ্রাম এড়েন্দা, থানা-কোতোয়ালি, জেলা-যশোর। আহতদের স্থানীয় পথচারীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতাল এনে ভর্তি করেন। আহত মামুনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন।

এছাড়া নিহতদের মৃতদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *