
|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||
যশোর-বেনাপোল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। আজ বুধবার (১৪ মে) দুপুরে যশোরের নাভারন বাজারের নিকটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত আহত বাসযাত্রীদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ নাভারন হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।