
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, মোটরসাইকেল চালক ও আরোহীকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কেএমপি’র কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে পুলিশ অফিসারদের উদ্দেশে তিনি এ নির্দেশ দেন।
সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ কমিশনার উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের দাবি-দাওয়াগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সুপারভাইজিং কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। পুলিশ লাইন্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখায় তিনি সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রত্যেক পুলিশ সদস্যকে শারীরিক সুস্থতা ও রোগ প্রতিরোধে মৌসুমি ফল খাওয়ার পরামর্শ দেন।
সভায় খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ একেএমএন করিম স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকতে হবে এবং অসুস্থ হলে দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
বাংলাদেশ পুলিশে দীর্ঘ চাকরি জীবন শেষে দুইজন পুলিশ সদস্য বার্ধক্যজনিত কারণে ও স্বেচ্ছায় অবসরে যাওয়ায় পুলিশ কমিশনার তাদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করেন। একই সঙ্গে তাদের অবসর-পরবর্তী জীবনে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।