
|| নিজস্ব প্রতিনিধি | বরিশাল ||
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেন্দিগঞ্জ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জাব্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব সাইফুর রহমান, থানা আমীর মাওলানা শহিদুল ইসলাম।

দ্বি-বার্ষিক সন্মেলনে সদস্যদের ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি মাওলানা নুরে রাব্বি নাঈম ও সেক্রেটারী সৈয়দ ফয়েজ আহমেদ নির্বাচিত হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল জব্বার বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু। আপনাদের ব্যাপারে আল্লাহ ও তার রাসুলের ঘোষণা ছিল সেটা আর কারও ব্যাপারে বলেনি। ইসলামে মালিক শ্রমিকের ব্যাপারে কোন পার্থাক্য নেই, আইন বিচার ও সুজোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে মালিক শ্রমিকের মধ্যে কোন পার্থক্য নেই, কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে মালিক শ্রমিকের অধিকার সম্পূর্ণ ভিন্ন।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছেন হযরত মুহাম্মদ (স.)। আজও যদি শ্রমিক অধিকার প্রতিষ্ঠা করতে হয় তাহলে তার আদর্শের দিকেই ফিরে যেতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে জহির উদ্দিন ইয়ামিন বলেন, এই দেশে শ্রমিকদের উপরে ভর করে সকলে ক্ষমতায় গিয়ে শ্রমিকদের শোষণ করছে, ইসলাম ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা চাই আগামী ২০২৫ সালের মধ্যে মেহেন্দিগঞ্জের সকল শ্রমিক অঙ্গনে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।
এছাড়া আরও বক্তব্য রাখেন, চানপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রিয়াজ উদ্দিন, সাবেক সেক্রেটারী মাষ্টার আব্দুজ জাহের, আলহাজ্ব সাইফুল ইসলাম মাহমুদ, প্রমুখ নেতৃবৃন্দ।