
|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবদের ফ্রি মেডিক্যাল সেবা, বাইক সার্ভিস, পানি, শরবত ও পত্রিকা বিতরণসহ বিভিন্ন সেবা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব সেবা প্রদান করেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষার দিন সকাল থেকেই ক্যাম্পাস সংলগ্ন কাজলা, বিনোদপুর এবং প্রধান ফটকের সামনে বাইক নিয়ে অপেক্ষা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাকদের পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌঁছে দেন। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করেন তারা। দুইটি বুথ থেকে তারা বিভিন্ন মেডিক্যাল সেবা ও ওধুষ প্রদান করেন। এছাড়াও তারা অন্যান্য বুথে শিক্ষার্থীদের তথ্য প্রদান, সুপেয় পানি, শরবত, অভিভাবকদের অবসর সময় কাটাতে পত্রিকা প্রদান করেন।

নওগাঁর মান্দা থেকে আসা ছাত্রদলের বুথ থেকে মেডিক্যাল সেবা নেওয়া একজন অভিভাবক বলেন, আমার মেয়েকে নিয়ে সকালে বাসে করে এসেছি। বাস থেকে নেমেই অসুস্থ বোধ করছিলাম। পরে এখান থেকে মেডিক্যাল সেবা ও ওষুধ নিয়েছি। এখন মোটামুটি সুস্থ বোধ করছি। আশা করি ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ভালোকাজ অব্যাহত রাখবে।
বাইক সেবা দেওয়া ছাত্রদলকর্মী হাসিম রানা বলেন, সকাল থেকে আমরা ১২টি বাইক নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেছি। এসময় বিভিন্ন স্থান থেকে আসা অন্তত ১০০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের আমরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছি।
শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এম এ তাহের রহমান বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা বিশ্ববিদ্যালয়ের ১৩ টি গুরুত্বপূর্ণ স্পটে হেল্প ডেস্ক ও মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি। অভিভাবকদের জন্য বসার জন্য ও অবসর সময় কাটানোর জন্য পত্রিকার ব্যবস্থা করা হয়েছে, এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বাইক রাইডিং সেবা এবং ফুল,কলম,কোমল পানীয় ও সরবতের ব্যবস্থা ছিল। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিজ সাধ্যানুযায়ী ভর্তিচ্ছুদের পাশে থাকার চেষ্টা করছি, সামনের ভর্তি পরীক্ষাগুলোতেও আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
সার্বিক বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা দিতে আমরা ১৩টি বুথের আয়োজন করেছি। এর মধ্যে দুটি বুথে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভর্তিচ্ছুদের জন্য বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বাহিরে অপেক্ষারত অভিভাবকদের জন্য পত্রিকার পাঠের ব্যবস্থা, বই পাঠের ব্যবস্থা এবং বিনামূল্যে চা-পানি পানের ব্যবস্থা করেছি। এছাড়াও ফুল, কলম ও বাচ্চাদের জন্য চকোলেটসহ বিভিন্ন আয়োজন করেছি। পাশাপাশি ভর্তিচ্ছুদের দ্রুত কেন্দ্রে পৌঁছাতে আমাদের নেতাকর্মীরা ১২টি বাইকে সেবা দিয়েছে। এছাড়া গতকাল দূর-দূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আমাদের নেতাকর্মীদের মেস এবং বাসায় থাকার ব্যবস্থা করেছি।