বৃহস্পতিবার, অক্টোবর ৯

মুহাদ্দিস আমিনুল হক নোমানী হত্যায় ইসলামী ঐক্য আন্দোলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাদ্দিস আমিনুল হক নোমানী দুর্বৃত্তদের দ্বারা মর্মান্তিকভাবে শাহাদাতবরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। শনিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো যুক্ত বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের ভাইকে হারিয়ে আমরা সকল ভাষা হারিয়ে ফেলেছি। আমরা হতভম্ব ও বিস্মিত। মুহাদ্দিস নোমানী ছিলেন যুব আলেমদের আইডল। একজন উদীয়মান দা’য়ী ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামীন তার স্ত্রী, পুত্র পরিজন, আত্মীয়-স্বজন, আন্দোলনের সহযোদ্ধা, সহকর্মীদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর শাহাদাতকে কবুল করুন।

জানা যায়, মাওলানা আমিনুল হক নোমানী কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার একজন সুযোগ্য মুহাদ্দিস। শনিবার (৬ সেপ্টেম্বর) মুহাদ্দিস নোমানী এশার নামাজ শেষে বাড়ি পৌঁছলে আনুমানিক রাত ৯ টার দিকে একদল দুর্বৃত্ত তাঁর বসত ঘরে ঢুকে তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় তাঁর স্ত্রী-সন্তান শশুর বাড়িতে থাকায় তিনি ঘরে একা ছিলেন। এতে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *