বৃহস্পতিবার, নভেম্বর ২০

মারাত্মক দূর্ঘটনার শিকার আমাদের সহকর্মী ‘মোহাম্মদ রাজিবুল হাসান’

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

২০ নভেম্বর (আজ) ৬.৪৫ মি. রচনা হতে পারতো একটি পরিবারের প্রদীপ নিভে যাওয়ার গল্প। ছোটবেলায় গান শুনেছি ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ আজ গাইতে ইচ্ছে করছে ‘আমাদের দেশটা মৃত্যুপুরী’‍। সড়ক দুর্ঘটনা আর বাস-ট্রাকের চাপায় মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে অহরহ। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন আমাদের আলোকিত দৈনিকের সহকর্মী ‘মোহাম্মদ রাজিবুল হাসান’। ঘটনাটি ঘটেছে বিজয় সরণি মোড়ে।

আজ সকালে তিনি যথারীতি অফিসের উদ্দেশ্যে রওনা হন। বিজয় সরণি মোড় পার হওয়ার সময় রিকশাচালক তার সঠিক পথই অনুসরণ করছিলেন; বাসের বেপরোয়া চালনা দেখে এক পর্যায়ে তিনি রাস্তার পাশে রিকশা থামিয়ে দেন। তারপরও রক্ষা মিললোনা! মিরপুর থেকে আসা শিকড় পরিবহন আরেকটি বাসের সাথে যাত্রী উঠানোর প্রতিযোগিতায় মেতে উঠেন। এই ঘটনা ঢাকা শহরে নতুন না।

যাইহোক, এমতাবস্থায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাজিবুল হাসানকে বহনকারী রিকশাকে চাপা দিলে তিনি ছিটকে পড়ে যান। হাতের কব্জি, হাঁটু ও মাথার ডান পাশে আঘাত পেয়েছেন বলে জানা যায়।

সবচেয়ে অবাক করা বিষয় হলো। ঢাকার রাস্তায় যতোগুলো বাস চলাচল করে, এর বেশিরভাগ বাসেরই নেই ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভার’স লাইসেন্স। এর কোনো বন্দোবস্ত আজও হয়নি। বাসটির ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভার’স লাইসেন্স না থাকায় চালকসহ বাসটি ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *