
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রফিক হত্যা মামলার অন্যতম আসামি ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসনাত আওয়ালকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা বেউথা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত রাকিব শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের বাসিন্দা আমজাদ মৃধার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, “রাকিব হাসনাত আওয়াল শহীদ রফিক হত্যা মামলাসহ আরও একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”
গ্রেফতারকৃত আওয়ালকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। মামলার তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ারও আবেদন করা হতে পারে জানা গেছে।