
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় যাত্রীবাহী একটি লেগুনাকে সজোরে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে লেগুনার চালকসহ ১০ জন আহত হয়েছেন। আজ রবিবার (২০ জুলাই) এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা আরিচা মহাসড়কে তরা ব্রিজের কাছে একটি প্রাইভেটকার ও লেগুনার সাথে সংঘর্ষ হয়ে। এতে ১০ জন গুরুত্ব আহত হয়ে মানিকগঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মানিকগঞ্জ সদর থানা ওসি আমানুল্লাহ বলেন, এই ঘটনার কারণ খতিয়ে দেখে থানায় একটি মামলা রুজু করা হবে।