
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে সাজাপ্রাপ্ত এক জেলের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ দুপুরে হাঠাৎ বুকের ব্যাথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মৃত জেলের নাম মো. মজিবুর রহমান (৫৪)। তিনি শিবালয় উপজেলার সাতুরিয়া গ্রামের আনছের শেখের ছেলে।
কারা সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় নিষিদ্ধ মৌসুমে মাছ ধরার অপরাধে শিবালয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মজিবুর রহমানকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছিলেন।
সাজা ভোগের সময় বেলা ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য যে, গত ১০ অক্টোবর দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মজিবর রহমানসহ তিনজনকে আটক করে কারাদন্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।
মজিবুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
