
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ প্লাবন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় গিলন্ড গ্রামের মুন্নু ফ্যাব্রিক্স সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্লাবন মিয়া, গিলন্ড গ্রামের মোঃ আওলাদ হোসেনের ছেলে। সে ইন্টার শেষ করে বাহিরে পড়াশোনা জন্য আইএলটিএস করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত মুন্নু মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে সরকারি মেডিক্যালে রেফার্ড করা হয়। সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি এস এম আমান বলেন, নিহতের লাশ বর্তমানে মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
