রবিবার, ডিসেম্বর ২৮

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএ’র নবনির্মিত গোডাউনে আগুন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের আরিচাঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র নবনির্মিত গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দূর্ঘটনায় আগত হয়েছে অন্ততঃ ৩জন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবালয় উপজেলার ট্রাক টার্মিনালে নবনির্মিত বিআইডব্লিউটিএর মালামাল রাখার গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, হঠাৎ গোডাউনের ভেতর থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আরিচাঘাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এ ঘটনায় দেয়াল চাপা পড়ে তিন পথচারী আহত হয়। তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হামিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাশের দেয়াল চাপা পড়ে তিন পথচারী আহত হয়। তাদের উদ্ধার করে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *