
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে বাসাবাড়িতে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকায় ‘খান ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকার ওই বাসাবাড়িতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, বসতবাড়ির ভেতরে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সংরক্ষণ করা হচ্ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এমন ঝুঁকিপূর্ণ মজুত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারতো।
এছাড়া অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় খান ট্রেডার্সকে উল্লিখিত অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “বাসাবাড়িতে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত রাখা অত্যন্ত বিপজ্জনক এবং এটি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। এমন কর্মকাণ্ড বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এবং গ্যাসের দাম বাড়ানোর অপচেষ্টা হিসেবে কাজ করে। সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
তিনি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে ব্যবসায়ীদের সতর্ক থাকার পাশাপাশি নির্ধারিত নিয়ম মেনে নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। অভিযানে মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
