বৃহস্পতিবার, অক্টোবর ৯

মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের পা বিচ্ছিন্ন, আহত ৪

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের পুখুরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস চালকের পা বিচ্ছিন্ন হওয়াসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জের পুখুরিয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে আজ ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকাগামী নীলাচল পরিবহন ও আরিচাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।
এই দুর্ঘটনায় নীলাচল পরিবহনের গাড়ি চালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে আরও ৪ জন গুরুত্ব আহত হয়। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *