
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ সদর থানায় গিলন্ড ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে জেলা সদরে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
মোঃ শরীফ মিয়া সঞ্চালিত উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের মুরুব্বিরা বক্তব্য রাখেন। উদ্বোধনী দিনে খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, ইসলামী ব্যাংক জি এস ট্রেডার্স, পরিচালক ফিরোজ কবির ও তাসদিক ওয়াসিদ দল বনাম রাকিব হোসেন তুষার মোল্লা দল ঢাকা।
৯০ মিনিটের খেলায় নিজেদের জালে তিনটি গোল জড়িয়ে ঢাকা থেকে আগত রাকিব হোসেন তুষার মোল্লা দল প্রতিপক্ষ দলের কাছে হেরে যায়।