শুক্রবার, অক্টোবর ১০

মানিকগঞ্জে বিএনপি নেতা কর্তৃক রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ পৌরসভার এলজিইডি আবাসিক এলাকায় ২৫ বছর ধরে ব্যবহার হয়ে আসা জনসাধারণের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আশরাফের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, আলী আশরাফের বাবা জনসাধারণের জন্য দলিল করে যে রাস্তা দিয়েছিলেন, সেই রাস্তা এখন তার ছেলে গেট এবং দেওয়াল করে বন্ধ করে দিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় বন্ধ রাস্তার সামনে মানববন্ধন করে ক্ষুব্ধ এলাকাবাসী।

পশ্চিম দাশড়া-রমজান আলী রোডের এলাকাবাসীর ব্যানারে স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ ৩ শতাধিক স্থানীয় নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *