বুধবার, নভেম্বর ২৬

মানিকগঞ্জে আবুল বয়াতির ভক্ত কর্তৃক তৌহিদী জনতার উপর আক্রমণ: ১০জন আহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের বাউল গানের শিল্পী আবুল সরকার মহান আল্লাহর নামে কুরুচিপূর্ণ কথা বলার প্রতিবাদে আজ রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টার সময় মানিকগঞ্জের তৌহিদী জনতা সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল করে ও ডিসি মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করে। এ সময় হঠাৎ আবুল ভক্তরা জনতার উপর আকস্মিক আক্রমণ করে। এতে ১০ জন আহত হন।

পরে পাল্টা ধাওয়া দিলে ভক্তরা বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দেয় এবং ৪ জন আহত হয়। ভক্তরা আরও শিল্পী নিয়ে আবুল সরকারের মুক্তির জন্য বিজয় মেলা মাঠে অবস্থান করছিলো।

এক পর্যায়ে এলাকায় উত্তেজনা ছরিয়ে পরে, দ্রুত পুলিশ এসে নিয়ন্ত্রণ করে, এবং সবাইকে উদ্ধার করে চিকিৎসা জন্য হাসপাতালে পাঠান।

গত ৪ নভেম্বর ঘিওর উপজেলা জাবরা খালা পাগলী মেলা গানের মধ্যে মহান আল্লাহর নামে কুরুচিপূর্ণ কথা বলে।

এর প্রেক্ষিতে ঘিওর মসজিদের ইমাম তার নামে মামলা করেন, এবং ডিবি পুলিশ দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠান। তারপর থেকে তৌহিদী জনতা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *