
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়াকে (৪৮) রাজনৈতিক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি মৃত তনুমদ্দিনের পুত্র ও মানিকগঞ্জ পৌরসভার মালঞ্চ এলাকার বাসিন্দা।
গত মঙ্গলবার রাত ২ টা দিকে তার নিজ বাড়ি এলাকা থেকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। পরে আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মো. তারা মিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি পুরনো রাজনৈতিক মামলার পরিপ্রেক্ষিতে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ থানা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “মো. তারা মিয়া রাজনৈতিক মামলার আসামি। নিয়মিত আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে।