
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ–৩ (সাটুরিয়া–সদর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন স্থানীয় সাধারণ জনগণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনি এলাকার সর্বত্র ব্যাপক আলোচনা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জ–৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ সাঈদ নূরকে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এই ঘোষণার পরপরই এলাকার ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, যা বর্তমানে তীব্র ক্ষোভে রূপ নিয়েছে। এলাকাবাসীর মূল অভিযোগ—মনোনীত প্রার্থী এলাকায় তেমন পরিচিত নন এবং দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ের রাজনীতির সঙ্গে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। ফলে সাধারণ ভোটারদের আস্থা অর্জনে তিনি ব্যর্থ হচ্ছেন, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের ফলাফলের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিক্ষুব্ধ ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের মতে, জোটের সংহতি বজায় রাখতে এবং নির্বাচনে জয় নিশ্চিত করতে প্রার্থীর গ্রহণযোগ্যতা থাকা জরুরি। তারা বর্তমান প্রার্থীর পরিবর্তে এমন একজনকে চাচ্ছেন, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রাজনীতি করছেন এবং মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জনপ্রিয় ও পরিচিত মুখ দেলোয়ার হোসেনকে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে জোর দাবি জানিয়েছেন তারা।
