
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ-০১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের পাটুরিয়া সংযোগ মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা ও সভা করেন এই এলাকার নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজার নেতৃত্বে মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নের দাবিতে এক বিশাল সমাবেশ করা হয়।

এলাকাটিতে নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে। স্থানীয় জনগণ বলছে যে, আমরা যেন নিরাপত্তা নিয়ে ভোট দিতে পারি সেই দিকে আগে নজর দিতে হবে।
