
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ বাস টার্মিনাল চাঁদাবাজমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলা পরিবহণ মালিক সমিতির নেতারা। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) মানিকগঞ্জ বাস টার্মিনালে অনুষ্ঠিত বাস, মাইক্রোবাস ও অটো-টেম্পো ওনার্স গ্রুপের বার্ষিক সাধারণ সভায় পরিবহন নেতারা চাঁদা না দেওয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমিতির নেতৃবৃন্দ বলেন, এবার আর চাঁদাবাজির দৌরাত্ব চলবে না। দীর্ঘদিন ধরে যাত্রী ও শ্রমিকদের দুর্ভোগের কারণ হিসেবে পরিচিত এই বাসস্ট্যান্ড এখন ‘চাঁদাবাজমুক্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড’ এর নতুন শ্লোগানে পথচলা শুরু করেছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহাম্মেদ যাদু।
সভায় শ্রমিক ও মালিক নেতার বলেন, অতীতে আওয়ামী লীগ আমলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হতো। সেই টাকা যেত সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার সহযোগীদের হাতে। এতে পরিবহণ মালিক-শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি হতো। কিন্ত বর্তমানে পরিবহন থেকে কোনো প্রকার চাঁদা তোলা হচ্ছে না বলে জানান বক্তারা।