
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।
ঘটনার পরপরই বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ বিস্ফোরণের কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয় এবং কিছু সময়ের জন্য ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশ থেকে একাধিক বিকট শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন রিকশাচালক ও পথচারী জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী একটি সিএনজি অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করা হয় এবং তা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
উল্লেখ্য, এর আগেও মানিকগঞ্জ শহরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাশকতাকারীদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।
