শনিবার, মার্চ ১৫

মানসিক প্রশান্তির খোঁজে সৌদিতে অহনা

|| বিনোদন ডেস্ক ||

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অভিনয়কে বিদায় জানাবেন। অভিনয় ছাড়ার কারণ খোলাসা না করলেও এরপরই ওমরাহ পালন করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

সম্প্রতি ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন অহনা। এরপর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে অহনা বলেন, ‘যারা কখনো হজ বা ওমরাহ করতে যাননি, তারা বুঝবেন না এই অনুভূতিটা কেমন। অহনা জানালেন, মানসিক প্রশান্তির জন্য তিনি আবারও সৌদিতে যেতে চান। অভিনেত্রীর কথায়, ‘আমি আবারও ওমরাহতে যেতে চাই। এবারও হয়তো যাব। কারণ আমার অনেক ভালো লেগেছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি।’

এর আগে গত মাসে ফেসবুকে ওমরাহ পালনের ছবি পোস্ট করেন অহনা রহমান। ছবিতে দেখা যায়, কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

এরপর দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার প্রিয় ২০২৪ সাল। তুমি আমাকে এই বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ। আবার অনেক কিছু কেড়েও নিয়েছ এবং মানুষ যে অনেক রকমের হয়, সেটিও চিনতে সাহায্য করেছ। কিন্তু শেষের চমকটা ছিল— আমার জন্য অনেক বড় সারপ্রাইজ, যার অনুভূতি হয়তো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এখন বুঝলাম— জানলাম ও শিখলাম আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেয়। বিশ্বাস ও ইমান আরও মজবুত হয়ে গেল।

অভিনেত্রী আরও লেখেন, আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম জিনসটা উপহারস্বরূপ দিয়ে দেন। আমার একটা স্বপ্ন ভেঙেছ, কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণও করেছ। তাই তোমার ওপর কোনো রাগ নেই আমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *