
|| নিজস্ব প্রতিবেদক (জামালপুর) ||
মাদারগঞ্জে আটকের পর পুলিশকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে দুই মাদক ব্যবসায়ী। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে
থানা সূত্রে জানা যায়, মাদারগঞ্জ মডেল থানা পুলিশের এএসআই মজিবুর রহমান নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপালপুরে অবস্থিত খাঁজা শাহ সূফি ইউনুছ আলী কলেজ সংলগ্ন মাথাভাংজ্ঞা এলাকার মাদক ব্যবসায়ী রহমতুল্লাহ ও জান্নাতকে আটক করা হয়। এসময় মাদক ব্যবসায়ী রহমতুল্লাহ, এএসআই মজিবুর রহমানকে কামড়ে দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সেই চেষ্টা ব্যর্থ হয়। পুলিশের দাবি এসময় তাদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ১২ পিচ পুরিয়া পাওয়া যায়।