
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। আজ সকালে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই শোক প্রকাশ করেন।
নেতৃদ্বয় বলেন, মাওলানা নুরুল হুদা ফয়েজী সাহেবের ইন্তেকালে দেশের ইসলামী মহল গভীরভাবে শোকাহত। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অনেক অবদান রেখে গেছেন। তাঁর সারা জীবনের ভালো আমলগুলো কবুল করে আল্লাহ রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্যধারণ করার তৌফিক দান করুন (আমীন)।
