বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

মহান বিজয় দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, কেসিসি’র সকল স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একইসঙ্গে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এদিন কেসিসি’র গুরুত্বপূর্ণ ভবনসহ নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হবে। পাশাপাশি নগর ভবন, প্রশাসক ভবন, খালিশপুর শাখা অফিস, বীর বাঙালী ভাস্কর্য ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জিত করা হবে।

শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়ার পার্ক বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত থাকবে।

সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় জেলা স্টেডিয়ামে খুলনা সিটি কর্পোরেশন একাদশ বনাম জেলা প্রশাসন একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে থেকে নার্সারি শিক্ষার্থীরা ‘ক’ বিভাগে (বিষয় উন্মুক্ত), প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ বিভাগে (মুক্তিযুদ্ধভিত্তিক) এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে (বিজয়ের উল্লাস) অংশগ্রহণ করতে পারবে। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘বিজয় দিবসে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেবে।

এদিকে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সিভিল সোলজার্স’-এর উদ্যোগে রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে আয়োজিত “প্রান্তিক যুব ও নারীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও সবুজ উদ্যোক্তা কর্মসূচি উন্নয়ন এবং ডিজিটাল দক্ষতা নিশ্চিতকরণ” শীর্ষক কমিউনিটি ডায়লগ ইভেন্টে প্রধান অতিথির বক্তব্য দেন কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কেসিসি ও জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দিনব্যাপী খুলনা মহানগরীতে বিদ্যমান সকল নির্বাচনী প্রচারণা সামগ্রী, প্যানা ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *