বৃহস্পতিবার, আগস্ট ২১

মরক্কোর স্কলারশিপ ২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে ১৫ জনের নাম ঘোষণা

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||

বাংলাদেশ থেকে মরক্কো সরকারের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এ তালিকায় স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে মোট ১৫ জন মূল প্রার্থী এবং বিকল্প হিসেবে আরও সাতজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক পর্যায়ে ১০ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৪ জন এবং পিএইচডি পর্যায়ে ১ জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিকল্প হিসেবে স্নাতক পর্যায়ে ৫ জন ও স্নাতকোত্তর পর্যায়ে ২ জনের নাম রয়েছে।

স্নাতক পর্যায় (Undergraduate Program)
মূল প্রার্থী (১০ জন)
মো. রাকিবুল ইসলাম (কুমিল্লা), মো. নাসের উদ্দিন (কুমিল্লা), তাসমিমুল ইসলাম সাওম (কক্সবাজার), মো. আবদুল হাসিব মাহবুব (সিলেট), মুহাম্মদ মুনাসিব আল মুস্তাফি (ঢাকা), শেখ আদনান মোস্তফা (ঢাকা), মো. নিয়ামতুল্লাহ (নড়াইল), মো. কাওসার আলম (কুমিল্লা), তামজিদ হোসাইন জয় (মাদারীপুর), মো. ইরাহাদ বিন আনসারী (পঞ্চগড়)।

স্নাতকোত্তর পর্যায় (Master’s Program)
মূল প্রার্থী (৪ জন)
মো. সুধীপ্ত কবির (রংপুর), হাসিবুল হাসান (ঢাকা), মুস্তাফিজুর রহমান (ফরিদগঞ্জ), মোহাম্মদ সাকিব বিন সেলিম (চট্টগ্রাম)।

পিএইচডি পর্যায় (PhD Program)
মূল প্রার্থী (১ জন)
মো. আতিকুর রহমান (ঢাকা)

বিকল্প প্রার্থী হিসেবে স্নাতক পর্যায়ে আরো পাঁচ জন ও স্নাতকোত্তর পর্যায়ে দুই জন সুযোগ পেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মরক্কোর দূতাবাসের নোট ভারবালের ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

এই মনোনয়নকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *