|| মোঃ আব্দুল হামিদ সরকার ||
মনের অলিগলিতে জমাকৃত ধুলি কনা,
দক্ষিণা হাওয়ায় উড়ে যাক তা ফলুক যত সোনা।
মনের দৈর্ঘ্য প্রস্থে পুষ্পিত হোক ফুল,
শুদ্ধতায় বক্ষ গড়বো ঝরে যাক সব ভুল।
প্রীতিমাল্য দিবো মোরা সত্য সুন্দরের গলে,
মানবতার নিশান উড়ুক মনের পলে পলে।
মন আঙিনায় রোপন করি সৌহার্দ সম্প্রীতির বৃক্ষ,
শান্তির পরশে পুলকিত হোক জীবনালোখ্য।
মন ছুটে যাক অবারিত মাঠে প্রজাপতির পাখায়,
পুষ্প বৃষ্টিতে ছুঁয়ে যাক মন সূর্যমুখী ফুলের ডগায়।
স্বদেশ প্রেমের দীপ্ত শিখায় মন হোক আলোকিত,
দুঃখীজনকে করবো সেবা মনের হোক ব্রত।
খোদাভীরু মনন গড়বো এই মনের চাওয়া,
টগর বেলী শেফালিকা ফুলের লেগে থাকুক ছোঁয়া।
অদৃশ্য মনের নেই যে কোন আকার,
দেহের মাঝে মনেরই যে বাস, চোখে দেখা ভার।
কর্মযজ্ঞের আল্পনায় মন যে চেনা যায়,
সু-কাজে মন দাও সবে ভবের দুনিয়ায়।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ।