শনিবার, জানুয়ারি ২৪

ভোলা-৩ এ ধানের শীষের পক্ষে নারী ভোটারদের আকৃষ্ট করছেন কানিজ রেজিনা

|| নিজস্ব প্রতিনিধি (ভোলা) ||

ভোলা-৩ আসনের তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের পক্ষে নারী ভোটারদের মধ্যে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন কানিজ রেজিনা। তিনি তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়ার সহধর্মিণী।

কানিজ রেজিনা নিয়মিত ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরার পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা এবং মেজর হাফিজউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন ও সততার কথা নারী ভোটারদের সামনে উপস্থাপন করেন। এতে বিভ্রান্ত নারী ভোটাররা ধানের শীষের পক্ষে আকৃষ্ট হচ্ছেন বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজীকান্দি গ্রামে তার আগমনে শত শত নারী ভোটার জড়ো হন। পরে হাজী বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি অংশ নেন।
উঠান বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাইনুল আহাদ বায়জিদ, নাজিম উদ্দিন হাওলাদার, অ্যাডভোকেট খালিদ হোসেন মিরাজ, শ্রমিকদল সভাপতি ইকবাল হোসেন লিটন, যুবদল নেতা হেলালউদ্দিন হাওলাদার, ছাত্রদল নেতা ফিক্সন হাসান, আল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নারী ভোটারদের উদ্দেশে কানিজ রেজিনা বলেন, “আপনারা বেগম খালেদা জিয়াকে মনেপ্রাণে ভালোবাসেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ ও উন্নত। আমাদের নেতা মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম ছয়বার সংসদ সদস্য ও দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। তিনি একজন সৎ ও যোগ্য মানুষ। এমন সৎ ও অভিজ্ঞ নেতাকেই আপনারা নির্বাচিত করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *