
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের অংশগ্রহণে বিজয় শোভাযাত্রা ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ১১টায় ভূরুঙ্গামারী সিনিয়ার ফাজিল মাদ্রাসা মাঠ থেকে একটি শোভাযাত্রা বেড় হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাসস্টান্ডের গোল চত্ত্বরে এসে শেষ হয়। এরপর ১০ ইউনিয়ন থেকে আগত নেতা- কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভূরুঙ্গামারী উপজেলার বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আশরাফ জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী নিজাম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলাউদ্দিন মন্ডল, সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ ও যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শান্ত।

আলোচনা বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ ও বৈষম্য মুক্ত বাংলাদেশ পেয়েছি। জনতার এই বিপ্লবকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধরে রাখার কোন বিকল্প নেই। বক্তারা আরও বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছে। যেকোনো মূল্যে এ ষড়যন্ত্র রুখে দিতে হবে। এসময় তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণের আহবান জানান।