মঙ্গলবার, নভেম্বর ৪

ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়।

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, অধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যক্ষ মোশারফ হোসেন এবং শিক্ষক ফেরদৌস হোসেন প্রমুখ।

এসময় শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজ কিরন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রোকনুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক মাইদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *