
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন মামলায় তদন্তে প্রাপ্ত ও এজাহারনামীয় একাধিক আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৭ (তারিখ ২৩/১০/২০২৪) এর তদন্তে প্রাপ্ত আসামি মোঃ আনোয়ার আলী ওরফে আনার (৩৪), সভাপতি, ৫নং ওয়ার্ড যুবলীগ, আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদ। তিনি চর বারুইটারী গ্রামের বাসিন্দা।
এছাড়া ভূরুঙ্গামারী থানার মামলা নং-১৬ (তারিখ ২৫/০৫/২০২৫) এর এজাহারনামীয় আসামি মোঃ রোকনুজ্জামান ওরফে বাচ্চু (৪৩), আহ্বায়ক, মৎস্যজীবী লীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখা, দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা।
থানার মামলা নং-০৮ (তারিখ ১৭/১২/২০২৫) এর এজাহারনামীয় আসামি মোঃ বাবু মিয়া (৪৪), আন্ধারীঝাড় (কাস্টম মোড়) এলাকার বাসিন্দা এবং মামলা নং-০৯ (তারিখ ১৮/১২/২০২৫) এর এজাহারনামীয় আসামি মোছাঃ খুশি বেগম (২০) ও তার স্বামী মোঃ মিলন শেখ (২৩), ছোট খাটামারী গ্রামের বাসিন্দা।
এছাড়াও জিআর ওয়ারেন্ট নং-৪৭/২৪ (ভূরুঙ্গামারী) ও জিআর ওয়ারেন্ট নং-৮২/২৪ (ভূরুঙ্গামারী) এর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জরিফ (২৮), আরাজি পাইকডাঙ্গা এলাকার বাসিন্দাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন,
“আইনের শাসন নিশ্চিত করা এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূরুঙ্গামারী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত, এজাহার ও আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
থানা পুলিশ আরও জানায়, অপরাধী যেই হোক—কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
