
|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” – এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক নবীন শিক্ষার্থীর হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে ছিল মেহগনি, আমলকি, পেয়ারা, হরিতকি, বহেরা ও জলপাইয়ের চারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান সোহেল, সদস্য সচিব মোফাসেরুল রহমান রাসেদ, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান দোয়েল ও সদস্য মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক, উপজেলা জাসাসের আহ্বায়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদ আল করিম, প্রভাষক খায়রুজ্জামান ফুয়াদসহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।
স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, “নবীনদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে আমরা শুধু স্বাগত জানাইনি, বরং তাদের মাঝে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে চেয়েছি।”
চারা হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা জানান, এটি তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। তারা প্রতিশ্রুতি দেন, যত্নসহকারে গাছগুলো রোপণ ও লালন করবেন।
অভিভাবক ও সচেতন মহল স্বেচ্ছাসেবক দলের এ পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
