শনিবার, আগস্ট ২৩

ভুরুঙ্গামারীতে সহপাঠীদের সংবর্ধনা পেলেন প্রভাষক শহিদুল ইসলাম

|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আকন্দকে সংবর্ধনা দিয়েছে এসএসসি ২০০১ সালের সহপাঠীরা। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আতিকুর রহমান আপেল শিকদার এবং সঞ্চালনা করেন মোঃ আশরাফুল ইসলাম আরিফ ও মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মোঃ আসাদুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন ২০০১ সালের সহপাঠী মামুন, রনি, সেলিম, আরাফাত, জেরিন, হালিম, পিযুষ, নয়ন, মিজানুর ও আরিফসহ অনেকেই। বক্তারা স্কুল ও কলেজ জীবনের স্মৃতি তুলে ধরে ভবিষ্যতে ঐক্যবদ্ধ থেকে শহিদুল ইসলাম আকন্দকে সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে দেখতে চাওয়ার আশা প্রকাশ করেন। একই সঙ্গে এলাকার আইনগত সহায়তার জন্য বিশেষ অতিথি অ্যাডভোকেট আসাদুল হকের প্রতি আস্থা ব্যক্ত করেন।

অ্যাডভোকেট আসাদুল হক তাঁর বক্তব্যে বলেন, “আমরা ভূরুঙ্গামারীর ২০০১ সালের ব্যাচের সহপাঠীরা একত্রিত হতে পেরে আনন্দিত ও গর্বিত। শহিদুল ও জেরিনসহ আমরা একই এলাকায় বেড়ে উঠেছি। ভবিষ্যতেও একে অপরের পাশে থাকব। কোনো বন্ধুর আইনি সহায়তার প্রয়োজন হলে আমি বিনা পারিশ্রমিকে সহযোগিতা করব।”

প্রধান অতিথি প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ বলেন, “সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর আমি শতাধিক সংবর্ধনা পেয়েছি, কিন্তু বন্ধুদের এই সংবর্ধনা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় প্রাপ্তি। ভূরুঙ্গামারীর উন্নয়নে আমি সকল বন্ধুর সহযোগিতা চাই।” তিনি আবেগভরে বিদেশে অবস্থানরত সহপাঠী ফুয়াদ, কামাল, সুজন, রুবেল ও মেহেদীকেও স্মরণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০০১ সালের ব্যাচের সহপাঠী এস. এম. জাবেদ মন্ডল, শ্রী গোপন চন্দ্র বর্মন, মোঃ শরীফুল ইসলাম (সোহেল), মোছাঃ জান্নাতুন ফেরদৌস জেরিন, আব্দুর রাজ্জাক (জাদু), মাহাবুব আলম (পাপ্পু), মোঃ আশাদুজ্জামান (আসাদ), আব্দুল খালেক (খোকন), ইমতিয়াজ আহমেদ (মফিজুল), আব্দুল হালিম, হাবিবুর রহমান (হাবিব), শাকিরুল ইসলাম (সনিম), সেলিম সরকার (প্রভাষক), আতাউর রহমান (শাহীন), পীসুম চন্দ্র সাহা, আশকুর জামান হিমেল, আব্দুল মালেক (প্রভাষক), বিশ্বজীৎ সাহা, মোছাঃ আতিয়া মাহবুবসহ প্রায় অর্ধশতাধিক সহপাঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *