শনিবার, নভেম্বর ১৫

ভুরুঙ্গামারীতে আদালতের নির্দেশে দীর্ঘ ৭ বছর পর ফিরল বৈধ মালিকদের জমির দখল

|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সহকারী জজ আদালতের নির্দেশে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম জজ আদালতের নায়েব নাজির মোঃ গোলাম রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ, ভূমি অফিস এবং উপজেলা প্রশাসনের একটি যৌথ টিম অংশ নেয়।

মামলার নথি অনুযায়ী জানা যায়, মৃত অছিমুদ্দিনের পুত্র মোঃ আব্দুল মজিদ গং-এর মালিকানাধীন ১ একর ৪৯ শতক জমির মধ্যে ২২ শতক জমি দীর্ঘদিন ধরে দখল করে বসতবাড়ি নির্মাণ করেছিলেন চরসতিপুরী গ্রামের মৃত উজির সেখের পুত্র আফাজ উদ্দিন এবং সোহরাব আলীর পুত্র মন্টু মিয়া। পরে ২০১৮ সালের ২৬ জুন উক্ত জমির মালিকানা দাবি করে তারা দলিল বাতিল মামলা (নং-৩৭/১৮) দায়ের করেন।

তবে মামলার শুনানি চলাকালে বাদীপক্ষ জমির প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয় এবং নিয়মিত শুনানিতে হাজির না হওয়ায় আদালত মামলাটি বিবাদীপক্ষের পক্ষে রায় দেন।

পরে বাদীপক্ষের অবৈধ দখল থেকে জমি উদ্ধার করার জন্য আব্দুল মজিদ গং সহকারী জজ আদালতে উচ্ছেদ মামলা (নং-৩৪/১৮) দায়ের করেন। ডিক্রি প্রাপ্তির পর গত ২৩ সেপ্টেম্বর আদালতের নির্দেশ বাস্তবায়নে কুড়িগ্রাম সিভিল কোর্ট কমিশনার, নাজির ও ঢুলি ঘটনাস্থলে উপস্থিত হলে ৩৭/১৮ মামলার বাদীরা বাধা এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় ডিক্রি প্রাপ্ত বাদী ২৮ সেপ্টেম্বর পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার আদালতের নির্দেশে নায়েব নাজিরের নেতৃত্বে পুলিশসহ প্রশাসনের যৌথ দল উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে নির্মিত বসতঘর ভেঙে জমি উদ্ধার করা হয়।

অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসন জানিয়েছে।

স্থানীয়রা বলেন, দীর্ঘ ৭ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আদালতের রায় বাস্তবায়ন হওয়ায় অবশেষে বৈধ মালিকরা তাদের জমির দখল ফিরে পেয়েছেন। জমির দখল বুঝে পেয়ে মালিকপক্ষ আদালত ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *