মঙ্গলবার, নভেম্বর ৪

ভারতের আজ্ঞাবহরা নির্বাচনে কোন দলকে সমর্থন করে তা দেখতে চায় বিএনপি -মেজর অবঃ হাফিজ

|| আক্তার হাওলাদার | তজুমদ্দিন (ভোল) প্রতিনিধি ||

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিএনপি দেখতে চায় ভারতের আজ্ঞাবহরা কোন দলকে সমর্থন করে। বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল উদ্ভট দাবী তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। বিএনপি ইসলামী মূল্যবোধকে সমর্থন করেন। বাংলাদেশে ইসলামের যেনো অবমাননা না হয়। আলেম-ওলামারা সমাজের বিশিষ্টজন। যারা বা যেই দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়ায়, দায় তাদেরকে বহন করতে হবে। বিগত দিনে দাড়ি-টুপি থাকার কারণে নিরীহ লোকও নির্যাতনের শিকার হয়েছেন। যোগ্য ব্যক্তিকে নির্বাচিত না করলে দেশ ধ্বংস হয়ে যাবে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত ইমাম মোয়াজ্জেম -ওলামা মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেজর অবঃ হাফিজ এসব কথা বলেন।

তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, সহসভাপতি হাসান মাকসুদুর রহমান, গোলাম সরোয়ার, রেজাউল করিম নিরব, মহিউদ্দিন জুলফিকার, শাখাওয়াত হোসেন হাওলাদার, জাকির হোসেন মনু, শাহ মোঃ শাহিন সাজী, এ্যাডভোকেট খালিদ মোঃ মিরাজ হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *