
|| স্পোর্টস ডেস্ক ||
আসন্ন টি টোয়েন্টি ক্রিকেটক্রিকেট বয়কটের চূড়ান্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে জানান, বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।
বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই আল্টিমেটামের প্রেক্ষিতে আজ বিকেল ৩টায় জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ এই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। আইসিসি এই সিদ্ধান্তকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিষয়টি আবারও ইতিবাচকভাবে সুবিবেচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিসিবি ও সরকারের এমন কঠোর সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যেই এই চূড়ান্ত অবস্থান পরিষ্কার করলো বাংলাদেশ।
