
|| বিনোদন ডেস্ক ||
ভিডিও গেম জগতের এক কিংবদন্তি নক্ষত্র পতন ঘটল। জনপ্রিয় অ্যাকশন গেম ‘কল অব ডিউটি’ (Call of Duty) সিরিজের সহ-নির্মাতা এবং রেসপন এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ভিন্স জ্যাম্পেলা আর নেই। গত রবিবার (২১ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
দুর্ঘটনার বিস্তারিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (CHP) সূত্রে জানা গেছে, রবিবার সকালে লস অ্যাঞ্জেলেসের উত্তরের একটি পাহাড়ি সড়কে নিজের ‘চেরি-রেড’ ফেরারি গাড়িটি চালাচ্ছিলেন জ্যাম্পেলা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং একটি কংক্রিটের ব্যারিয়ারে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। সংঘর্ষের পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়।
ঘটনাস্থলেই ভিন্স জ্যাম্পেলা এবং গাড়িতে থাকা আরও একজন যাত্রী মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত পৌঁছালেও আগুনের তীব্রতার কারণে তাদের বাঁচানো সম্ভব হয়নি।
গেমিং বিশ্বে শোকের ছায়া
ভিন্স জ্যাম্পেলার মৃত্যুতে গেমিং জায়ান্ট ইলেকট্রনিক আর্টস (EA) গভীর শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “ভিন্সের মৃত্যু ভিডিও গেম শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার সৃজনশীলতা গেমিংয়ের সংজ্ঞাই বদলে দিয়েছিল।”
তার উল্লেখযোগ্য কাজ
- কল অব ডিউটি: ২০০৩ সালে তার হাত ধরেই জন্ম নেয় এই বিশ্বখ্যাত গেম সিরিজ।
- ইনফিনিটি ওয়ার্ড: ২০০২ সালে তিনি এই স্টুডিওটি প্রতিষ্ঠা করেন।
- রেসপন এন্টারটেইনমেন্ট: ২০১০ সালে তিনি এটি গড়ে তোলেন, যেখান থেকে ‘টাইটানফল’, ‘এপেক্স লেজেন্ডস’ এবং ‘স্টার ওয়ার্স জেডাই’ সিরিজের মতো জনপ্রিয় গেম মুক্তি পায়।
- ব্যাটলফিল্ড: সাম্প্রতিক সময়ে তিনি ‘ব্যাটলফিল্ড’ ফ্র্যাঞ্চাইজিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বর্তমানে তদন্ত চলছে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, পাহাড়ি মোড়ে দ্রুত গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। তার এই অকাল মৃত্যুতে বিশ্বজুড়ে গেমার এবং প্রযুক্তি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
