|| মো. নুরুল হুদা ||
তুই ভণ্ড!
নষ্টামি তোর মাথায় আসে,
তুই বুঝিস না?
তোকে দেখে মানুষ হাসে।
চলিস যতই রং মাখিয়ে
চিনবে না লোকে তোকে দেখে,
যতই চলিস এঁকেবেঁকে,
তুই ধোকাবাজ!
দেখে তোকে মানুষ ডাকে।
নিজের মত জগৎ দেখিস,
ভাল হবি না শপথ করিস।
তুই ভণ্ড!
হবি খণ্ড
তোকে চিনতে কষ্ট হয় না
আপন লুকিয়ে করিস বায়না।
তুই ভণ্ড!
প্রতারক প্রচণ্ড
তোকে দেখতে চাই না
সুন্দর জীবন গড়ে তবে
দেখিস মনের আয়না।
লেখক: কবি ও সাহিত্যিক এবং লেখক ও গবেষক, ঢাকা। রচনাকাল: ১৯ জানুয়ারি, ২০২৩।