শুক্রবার, অক্টোবর ১০

ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মায়ের জীবন বাঁচাতে সন্তানের আকুতি

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||

দীর্ঘ দুই বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে অসহায় মনজুরা খাতুন (৫৮)। বর্তমানে পড়ে আছে হাসপাতালের সিটে, অনেক কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে, পার করতেছে কঠিন সময়।

বলছিলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতগড়িয়া পাড়া গ্রামের বাসিন্দা নুর আহমদের স্ত্রী মনজুরা খাতুনের কথা।

তার ১ ছেলে ১ মেয়ে, অভাবের সংসার। ২০১৬ সালে মনজুরা খাতুন তার স্বামীকে হারায়। এরপর থেকে ছেলে মো: শওকত কোন রকম সংসারের হাল ধরে। এর মাঝে তার মা মনজুরা খাতুন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়। এরপর দীর্ঘ দুই বছর ধরে শুরু হয় জীবন-যুদ্ধর গল্প। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্থ তলায় ২৪নং ওয়ার্ডের ৪নং সিটে চিকিৎসাধীন রয়েছেন।

এখন তার উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। উন্নত চিকিৎসা পেলেই সুস্থ হওয়ার আশ্বাস দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ছেলে সিএনজি চালক শওকত বলেন, মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে দুই বছর। এরপর থেকে সহায় সম্বল যা কিছু ছিলো সবকিছু শেষ হয়ে গেছে। এই পর্যন্ত দুইবার ব্রেস্ট ক্যান্সারের অপারেশন করা হয়েছে। বর্তমানে টাকার সংকটের কারণে মায়ের চিকিৎসা স্বাভাবিক রাখতে পারছি না। তিনি মায়ের উন্নত চিকিৎসা করে মাকে বাঁচাতে সমাজের হৃদয়বান, বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছেন।

সহযোগিতা পাঠানো ঠিকানা:
অসুস্থ মনজুরা খাতুন এর ছেলে মোঃ শওকত- পারসোনাল বিকাশ ও নগদ- 01873-807753

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *